সিরিজ জয়ের লক্ষ্যে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটা জিতে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজ দুপুর ২ টা ৩০ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে মাশরাফির দল।
দ্বিতীয় ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখতে কোনো পরিবর্তন নাও আনতে পারে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে কনুইয়ের ব্যথা অনুভব করায় মুস্তাফিজ নিয়ে দুশ্চিন্তা রয়েছে। এটা নির্ভর করছেন ফিজিওর রিপোর্টের উপর। যদি সব ঠিকঠাক থাকে তবে মুস্তাফিজ খেলছেন। নতুবা রুবেল কিংবা আবু হায়দার রনির সুযোগ পাওয়ার সম্ভবনা রয়েছে। সেক্ষেত্রে আবু হায়দার রনির সম্ভবনাই প্রবল। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ম্যাচেও সুযোগ পাচ্ছেন ফজলে মাহমুদ রাব্বি।
জিম্বাবুয়েও হয়তো অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে। তবে প্রস্তুতি ম্যাচে ভালো করার পরেও প্রথম ম্যাচে সুযোগ পাননি এলটন চিগুম্বুরা। সিরিজ নির্ধারণী ম্যাচে অভিজ্ঞ এই অলরাউন্ডারের উপর ভরসা করতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে ফিরতে পারেন তিনি।
চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচে বড় ভাবনা তৈরি করতে পারে টস। কেননা, সন্ধ্যার পর থেকেই মাঠ শিশিরে ভিজতে থাকে। ফলে স্পিনারদের কার্যকরীতা কমে যায় এবং ব্যাটসম্যানদের জন্য সুবিধা বেড়ে যায়। পিচ ফ্ল্যাট হওয়ায় দুই দলের জন্য বড় রানের সম্ভবনা প্রবল। তবে পরে ব্যাট করা দল কিছুটা সুবিধা পেয়ে থাকে। সেক্ষেত্রে টস জিতলে ফিল্ডিং নিতে পারেন মাশরাফি।
সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ : লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বী, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে : হ্যামিল্টন মাসাকাদজা, কেপাস জুয়াও, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, শেন উইলিয়ামস, পিটার মুর/তারিসাই মুসাকান্দা, ডোনাল্ড তিরিপানো, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস, তেন্দাই চাটারা।