শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে ভারতের হেঙ্গলগঞ্জে উভয় দেশের প্রতিনিধি দলের বৈঠক
শারদীয়া দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনকে সামনে রেখে উভয় দেশের (ভারত বাংলাদেশ) বিজিবি ও বি এস এফ’র মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলার বসন্তপুর বিওপি’র প্রান্ত থেকে ইছামতী নদী পার হয়ে ভারত অংশের হেঙ্গলগঞ্জ বি এস এফ ক্যাম্পে পৌছায়। সেখানেই উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যকার দুইঘন্টা বৈঠক চলে। এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে বসন্তপুর বিজিবির কমান্ডার আসলামের নেতৃত্বে অংশগ্রহণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, থানার ওসি (তদন্ত) মোহাম্মাদ রাজিব হোসেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন ও সদস্য মিজানুর রহমান প্রমুখ। অপরদিকে ভারতের বিএসএফ এর হেঙ্গলগঞ্জ ক্যাম্পের ইনচার্জ মিঃ বিকে সিং এর নেতৃত্বে অংশগ্রহণ করেন হেঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মৃধা, পুলিশ প্রশাসনের এলপিও আশিস মারিয়া, গ্রাম পঞ্চায়েত সদস্য শহিদুল গাজী ও শিক্ষক সুজিত কুমার মন্ডল প্রমুখ। বসন্তপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার আসলাম হোসেন জানান, আসন্ন দুর্গোৎসবকে আরও আনন্দঘন পরিবেশের মধ্যে পালন করার জন্য ইছামতী নদীতে প্রতিমা বিসর্জনের জন্য উভয় দেশ একমত পোষণ করেছেন।