কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফ’র মতবিনিময়
চোরাচালান রোধ, মানবপাচার রোধ, গরু চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্তের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সভায় গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সীমান্তের স্বাভাবিকতা ধরে রাখতে বিজিবি-বিএসএফ’র সাথে সাথে স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও ভূমিকা রয়েছে বলে উভয়পক্ষ একমত পোষন করেন। বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়নের নতুন অধিনায়কদের এ সৌজন্য সাক্ষাতে সীমান্তের বিভিন্ন বিষয়টি উঠে আসে।
সভায় বিজিবির পক্ষে সাতক্ষীরা, ৩৩বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, পিবিজিএম, পিএসসি, জি, ৩৩বিজিবির হাসানুজ্জামান, কাকডাঙ্গা বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার ফারুক কামাল, ভারতীয় বিএসএফের পক্ষে ৭৬ বিএসএফ কমান্ড্যান্ট শ্রী নরেন্দ্র সিং, ডিসি এ্যাডজুটেন্টড নিজামুদ্দিন, আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সঞ্জয় সিং, এসআইটিকে মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।