বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনাসভা
“মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে স্টেডিয়ামস্থ নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ডা: সুশান্ত ঘোষের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর আব্দুল অহেদ, প্রফেসর ড. দিলারা পারভীন, প্রফেসর লিয়াকত পারভেজ, সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবেদুর রহমান প্রমুখ। সভায় বক্তারা প্রবীণদের অবহেলার চোখে না দেখে, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত ও যাতায়াত ব্যবস্থাসহ তাদের সকল প্রকার সুযোগ সুবিধার আহ্বান জানান।