কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় মোটরসাইকেল উদ্ধার
কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম মোশাররফ হোসেন (৫২) হত্যার ঘটনায় একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণনগরের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী সরদারের ছেলে মোসলেম সরদারের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন জানান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যার পরপরই মোসলেম সরদার মোটরসাইকেল যোগে শ্যামনগর অভিমুখে পালিয়ে যায়। এরপর সে তার ভাইয়ের মাধ্যমে ওই মোটরসাইকেলটি রঘুনাথপুরে পাঠিয়ে আত্মগোপন করে। মোসলেম সরদার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামি এবং শংকরপুর গ্রামের জব্বার তরফদারের ছেলে ডাকাত ইয়ার আলীর (৩৮) ঘনিষ্ঠ সহচর।
এ ঘটনা জানতে পেরে পুলিশ তার বাড়িতে অবিযান পরিচালনা করে তবে তাকে আটক করা সম্ভব হয়নি। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে।