‘হয় মারবি নয়তো মরবি’
এশিয়া কাপে বাংলাদেশের যে তিনটি জয় এসেছে, এর দুটি ম্যাচে জয়ের নায়ক মুশফিক। তার তরবারিতে বাংলাদেশ খুঁজে পেয়েছে লড়াইয়ের ঢাল। ব্যাট হাতে দাপিয়ে বেড়াচ্ছেন ২২ গজের ক্রিজে।পাকিস্তানের মত একটি দলকে মোকাবেলা অনেক কঠিন চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের জন্য। কিন্তু সেই কঠিন চ্যালেঞ্জকেই জয় করেছে মাশরাফি বিন মর্তুজার দল। জয়ের নায়ক মুশফিক।
মাঠে নামার আগে এই আত্মবিশ্বাসের তলানীতে থাকা দলটিকে প্রেরণা জুগিয়েছেন অধিনায়ক মাশরাফি। যুদ্ধে নামার পর পেছনে না তাকানোর জন্য সবাইকে উপদেশ দিয়েছেন তিনি, ম্যাচ শেষে এমনটাই জানিয়েছে জয়ের নায়ক মুশফিকুর রহিম।
গতকাল আবুধাবিতে পাকিস্তানকে ৩৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টপ ওর্ডারে সমস্যা থাকলেও মিডেল ওর্ডার, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই দারুণ ছিল মাশরাফির বাংলাদেশ। আর মাঠে নামার আগেই দলের এই আত্মবিশ্বাসকে চাঙ্গা রেখেছেন প্রিয় অধিনায়ক।
মাশরাফির প্রেরণা নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন,‘মাঠে নামার আগে মাশরাফি ভাই সবাইকে একটা কথাই বলেছেন যে, যুদ্ধে যখন নেমে যাই তখন পেছনে তাকানো সুযোগ নেই। হয় মারবি নয়তো মরবি যেকোন একটা। তার এই কথাটা ছিল আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। কারণ আপনি যখন যুদ্ধে নামবেন তখন এখানে কে আছে বা নেই এত কিছু কিছু চিন্তা করা যাবে না। আমি আমার শত ভাগ দিব এটাই মাথায় থাকতে হবে। আমরা চেষ্টা করেছি আমাদের ১০০ ভাগ দিতে এবং আমরা তাতে সফল।