ভোমরায় ৩ লক্ষ টাকা সহ হুন্ডী ব্যবসায়ী বিশ্বনাথ আটক
সদরের ভোমরা সীমান্তে অবৈধ পথে টাকা পাচারকালে ৩লক্ষ টাকাসহ একজন আটক হয়েছে। আটককৃত ব্যক্তি ভোমরা গ্রামের মৃত অনন্ত ঘোষের ছেলে বিশ্বনাথ।
বিজিবি নায়েব সুবেদার আশরাফুল ইসলাম জানান, গতকাল ভোমরা সীমান্তের বেড়িবাধের ২০ গজের মধ্যে থেকে হুন্ডী ব্যবসায়ী বিশ্বনাথকে বাংলাদেশী ৩লক্ষ টাকাসহ আটক করে বিজিবি। পরে সদর থানায় আটককৃতকে চালান করা হয়।
Please follow and like us: