আশাশুনিতে পেভ এর কমিটি গঠন
আশাশুনিতে দি হাঙ্গার প্রজেক্টের আওতাধীন পেভ এর কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কমিটি গঠন পূর্ব আলোচনা সভায় পেভ এর পরিচিতি, লক্ষ্য-উদ্দেশ্য ও গৃহীত ও বাস্তবায়িত কর্মকান্ড সম্পর্কে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন পেভ এর জেলা সমন্বয়কারী পলাশ মন্ডল। অনুষ্ঠানে সুজন আশাশুনি উপজেলা সভাপতি ও আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সেক্রেটারী এস এম আহসান হাবিব, উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আঃ সামাদ বাচ্চুকে উপজেলা কোÑঅর্ডিনেটর, গোলাম মোস্তফা, এস কে হাসান ও দীপন কুমার মন্ডলকে এ্যাম্বাসেডর এবং উপস্থিত ও পুরাতন সদস্যদের মধ্য থেকে উপযুক্তদের সমন্বয়ে পেভ এর উপজেলা কমিটি গঠন করা হয়।