কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০১৮ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০১৮ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ রুস্তম আলী ও আব্দুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, বিশিষ্ট সমাজ সেবক সেহেলী সফিক, বিশিষ্ট শিল্পপতি সিমিন সফিক, সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদ্যুৎবাহী সদস্য আবুল খায়ের, গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী মুসাভভির হক।
প্রধান অতিথি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এজন্য তাদের প্রতি প্রত্যেক পিতা মাতার উচিত সজাগ দৃষ্টি রাখা। বর্তমান সরকার শিক্ষার প্রতি খুবই আন্তরিক। বছরের প্রথমে শিক্ষার্থীদের মাঝে তুলে দিচ্ছে নতুন বই। যাতে শিক্ষার্থীরা শুরুতেই ভালভাবে লেখাপড়া করতে পারে। তিনি আরো বলেন, বর্তমানে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা বিপথগামী হয়ে যাচ্ছে। কারো প্ররোচনা ও ভুল ব্যাখ্যায় যাতে বিপথগামী, মাদক ও জঙ্গিবাদের দিকে ঝুঁকে না যায় সে দিকে খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।
বিশেষ অতিথি মেরিনা আক্তার বলেন, বাচ্চাদের হাতে দামি মোবাইল তুলে দেবেন না। যদি কোনো অভিভাবক অহেতুক দায় এড়ানো জন্য বাল্য বিবাহ দিতে চায় তাহলে শিক্ষার্থীদের বাল্য বিবাহ প্রতিরোধ কমিটিকে জানানোর কথা বলেন তিনি। এবং উক্ত বিবাহে যারাই অংশ গ্রহণ করবে তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। যুবলীগ বা ছাত্রলীগ যারাই ইভটিজিং এর সাথে যারা জড়িত থাকবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে মোবাইলে এসএমএস এর মাধ্যমে তাকে অবহিত করলে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এছাড়াও স্টার জলসা ও জি বাংলা চ্যানেল বাচ্চাদের না দেখানোর জন্যও অভিভাবকদের প্রতি অনুরোধ করেন তিনি।
নিউওয়ার্ক থেকে আগত বিশেষ অতিথি সিমিন সফিক বলেন, আমি বিদ্যালয়ে যা কিছু অবদান রাখতে পারলাম সে জন্য আমি ধন্য। এখন থেকে সব সময় চেস্টা করবো বিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে কিছু অবদান রাখার। আগামী এসএসসি পরীক্ষায় যারা গোল্ডেন এ প্লাস পাবে সেসকল শিক্ষার্থীদের নগদ ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে।
অনুষ্ঠানে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী মুসাভভির হককে নগদ ২৫ হাজার টাকা উপহার দেওয়া হয়। এবং এ প্লাস প্রাপ্ত ৯জন শিক্ষার্থীকে ম্যাডেল প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের ও শিক্ষক প্রতিনিধি আঃ মালেক।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)