কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
Post Views:
৪৮৮
চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে র্যাবের গুলিতে একজন নিহত হয়েছেন।
শুক্রবার ভোর রাতে টেকনাফ সদরের পল্লী বিদ্যুৎ অফিস সড়কে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসানের ভাষ্য।
নিহত আজিজুল হকের বাড়ি ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায়।
ঘটনাস্থল থেকে ৬৫ হাজার ইয়াবা, একটি পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে র্যাব।
তবে ওই বন্দুকযুদ্ধ কিংবা নিহত আজিজুলের বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি র্যাব কর্মকর্তা মেহেদীর কাছে।