নিউ মার্কেট বন্ধ ঘোষণা পর জনস্বার্থে মাইকিং
সাতক্ষীরায় জরাজীর্ণ ফাটল ধরা ও ঢসে পড়া পরিত্যক্ত নিউ মার্কেটটিতে জনসাধারণ ও ক্রেতাদের প্রাণহানি ঠেকাতে জনস্বার্থে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। গত ০৫ অগাস্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ ঘোষণা করা হলেও কিছু অসাধু ব্যবসায়ী পুনরায় নিউ মার্কেটটি চালু রাখার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন ও জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি এবং কাউন্সিলরবৃন্দদের সাথে নিয়ে নিউ মার্কেটটি পরিদর্শন করেন এবং নিউ মার্কেটটির ফাটল ধরা ও ঢসে পড়া স্থানগুলি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, ঝুঁকিপূর্ণ এই মার্কেটটি ০৪/০৪/২০১৭ তারিখে জনস্বার্থে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত (কনডেম) ঘোষণা করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। যে কোন মুহূর্তে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা ও মানুষের প্রাণহানি ঘটতে পারে এ দায়ভার আমাদের সকলের উপর বর্তায়। এজন্য এটাতে আর এগুতে দেওয়া যাবেনা। প্রাণহানি ঠেকাতে ঐ রাতেই নিউ মার্কেটে তালা লাগিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্দেশ নিউ মার্কেট ব্যবসায়ীরা যেন মানতে নারাজ। তাদের ব্যবসার লাভের জন্য দুর্ঘটনা ও প্রাণহানির দিকে নজর নেই তাদের। ইতিমধ্যে তারা নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। যদি সাভারের রানা প্লাজার মত ভয়াবহ দুর্ঘটনা ঘটে তবে সেই প্রাণহানির দায় দায়িত্ব নিউ মার্কেট ব্যবসায়ীরা নিবেন কি? এ প্রশ্ন এখন সাতক্ষীরার সচেতন মহলের।
গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বিকট শব্দে ভেঙ্গে পড়ে ফাটল ধরা দ্বিতীয় তলা ও নীচতলার ছাদের বড় বড় অংশ। এছাড়াও একাধিক স্থানে ছোট বড় ফাটল দেখা দিয়েছে। ঐ স্থানে ছিঁড়ে পড়েছে অনেক জড়ানো পেঁচানো ঝুলন্ত বিদ্যুতের তার। যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে পুরো নিউ মার্কেটটি। এব্যাপারে সচেতন মহল জেলা প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে পরিত্যক্ত নিউ মার্কেটটি দ্রুত ভেঙ্গে ফেলা হোক এবং একটি ভাল নান্দনিক নিউ মার্কেট নির্মাণ করা হোক।