ওজিলের পক্ষে জার্মানিতে বিক্ষোভ
সপ্তাহ খানেক আগে অভিমানে জার্মানি জাতীয় দলকে বিদায় জানিয়েছেন মেসুত ওজিল। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি বর্ণবাদের অভিযোগ এনে জাতীয় দলকে বিদায় বলেন এই তুর্কি বংশদ্ভুত ফুটবলার।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ২৯ বছর বয়সী ওজিলের অভিযোগ প্রত্যাখান করে। তবে আর্সেনাল মিডফিল্ডার পাশে পাচ্ছেন অনেক জার্মান ভক্তদের।
ওজিলের পক্ষে বার্লিনে শত শত জার্মান সমর্থক একত্রিত হয়েছিলেন রোববার। তার প্রতি বর্ণবাদ আচরণের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন তারা।
রোববার বার্লিনে জার্মান সমর্থকরা ‘আমি ওজিল’ লেখা টিশার্ট পড়ে বিক্ষোভ করে। এসময় তাদের হাতে ছিল তুরস্কের পতাকা।
বিশ্বকাপের আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ানের সঙ্গে দেখা করেছিলেন ওজিল। এসময় তার সঙ্গে ছবিও তোলেন ওজিল। যে কারণে বেশ সমালোচনার মুখে পড়েন আর্সেনাল মিডফিল্ডার।
এরপর বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। যেখানে ওজিলের পারফরম্যান্স মন ভরাতে পারেনি দর্শকদের। জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ককে তাই সমালোচিত হতে হয়। ওজিল অভিযোগ করেন, তিনি নানা ভাবে হুমকি পাচ্ছিলেন। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির বিরুদ্ধেও সরাসরি অভিযোগ করেন ওজিল।
অবসরের ঘোষণা দিয়ে তুর্কি বংশভূত ওজিল বলেছিলেন, আমি জার্মান যখন আমরা জয় লাভ করি। কিন্তু যখন আমরা হারি তখন আমি অভিবাসী। তবে অনেক দর্শক এবার বিক্ষোভে নেমে ওজিলের প্রতি ভালোবাসার জানান দিলেন।