শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলায় ওরা কারা?
এবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের সামনে নিরাপদ সড়কের দাবিতে আয়োজিত মানববন্ধন শেষে বেশ কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক সাংবাদিককে মারধর করেছে তারা।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডি ৭/এ তে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, মানববন্ধন শেষে ফেরার সময় ইউল্যাবের শিক্ষার্থীদের ওপরে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় শিক্ষার্থীরা অনেকে ক্যাম্পাসের ভেতরে গিয়ে অবস্থান নেয়ায় হামলাকারীরা গেট ভাঙারও চেষ্টা করে।
ধানমন্ডি থানার ওসি মো. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
কারা হামলা চালিয়েছে এমন প্রশ্নে শিক্ষার্থীরা জানান, আমরা যখন সকালে মানববন্ধনে দাঁড়াই তখন কিছু মধ্যবয়সী লোক মোটরসাইকেল দিয়ে ঘুরে যায় এবং আমাদের ছবি তুলে নেয়। পরবর্তীতে তারাই বিকেলে এসে হামলা চালিয়েছে।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিও ধারণ করায় দেশের অন্যতম অনলাইন সংবাদমাধ্যম প্রিয়.কমের অফিসে হামলা করেছে দুর্বৃত্তরা।
প্রিয়.কমের সংবাদকর্মী প্রদীপ দাস এই ঘটনার ভিডিও করছিলেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার পর প্রদীপ দাসের ওপর হামলা চালায়। এরপর দুর্বৃত্তরা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এর আগে, বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের ওপর একযোগে হামলা চালায় পুলিশ এবং অজ্ঞাত পরিচয় কিছু যুবক। শিক্ষার্থীদের দাবি, স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের সদস্যরা পুলিশের সঙ্গে মিলে এই হামলা চালিয়েছে।