কালিগঞ্জে খালের অবৈধ নেট-পাটা উচ্ছেদ করলেন ইউএনও

কালিগঞ্জের পল্লীতে জলাবদ্ধতা নিরসনে ৪ কিলোমিটার দীর্ঘ খালের নেট-পাটা অপসারণ করে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ১০ টায় উপজেলার কৃষ্ণনগর, বিষ্ণুপুর ও মৌতলা ইউনিয়নের উপর দিয়ে বহমান সাঁপখালি ও নেঙ্গীর খালের উপর থেকে নেট-পাটা অপসারণ করে জনগণের জন্যে অবমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর আহম্মেদ মাছুমের নেতৃত্বে প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে নেট পাটা উচ্ছেদ ও খাল দখলমুক্ত করা হয়। এসময় অভিযানে অংশগ্রহণ করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা আয়নুল হক সহ পুলিশ ফোর্স। এ সময় চাতরার সাঁপখালী ভেঁড়ীবাঁধ থেকে বেজুয়া দিঘীর পাড় পর্যান্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খালটি থেকে দখলদারদের ৭ যায়গায় দেওয়া নেট-পাটা অপসারণ করা হয়। অভিযানের ফলে উপজেলার মৌতলা, কৃষ্ণনগর ও বিষ্ণপুর ইউনিয়নের হাজার হাজার সুফলভোগী জনতা খুশী হয়েছেন। এই তিন ইউনিয়নের হাজার একর জমির পানি নিস্কাশন হয়ে থাকে এই খাল দিয়ে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)