কুমিল্লার মামলায় খালেদার জামিন নামঞ্জুর
কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার বেলা সাড়ে ১২টা থেকে ৪টা পর্যন্ত চলতে থাকা সরকারি ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থান শেষে জেলা ও দায়রা জজ কে এম শামসুল আলম জামিন আবেদন না মঞ্জুর করেন।
জামিন শুনানি শেষে আদালতের বিচারক এম শামসুল আলম তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। ১০ মিনিটের বিরতি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে দেন।
মামলার শুনানি ও রায় শেষে খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু সাংবাদিকদের জানান, উচ্চ আদালতে মামলাটি স্থগিত ছিলো। আজ আমরা আদালতে নিয়মিত শুনানিতে জামিন আবেদন করেছি। যে পেট্রোল বোমা হামলার কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে মামলার নথিপত্রে কোথাও বেগম জিয়ার নাম নেই, ১৬৪ ধারায় যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা কেউ খালেদা জিয়ার নাম বলেনি। তাহলে স্পষ্ট যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের কোণঠাসা করে রাখার জন্য এ ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে।
এদিকে মামলার শুনানি ও জামিন নামঞ্জুর আদেশের পর সরকার পক্ষের অ্যাডভোকেট পিপি মোস্তাফিজুর রহমান লিটন বলেন,যাবতীয় তথ্য উপাত্ত বিজ্ঞ বিচারকের কাছে উপস্থাপন করেছি। তারপরেই বিজ্ঞ বিচারক শুনানি শেষে মামলার আসামি খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে দেন।
মামলার শুনানির সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কুসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।