কালভার্টসহ পাকা রাস্তা কপোতাক্ষ নদে
যশোরের চৌগাছার ধুলিয়ানি ইউনিয়নের কাবিলপুর-ধুলিয়ানি ইউনিয়ন পরিষদ অফিস সড়কের একটি কালভার্টসহ সড়ক ধসে কপোতাক্ষ নদে পড়েছে।
বুধবার বিকাল পাঁচটার দিকে ছোটকাবিলপুর গ্রামের হাড়িখালি মাঠে এ ঘটনা ঘটে। ফলে ওই সড়কে চলাচলকারী প্রায় অর্ধলক্ষাধিক মানুষ চরম বিপাকে পড়েছে।
ধুলিয়ানি ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, বড় কাবিলপুর পূর্বমাঠের পানি ছোট কাবিলপুর গ্রামের হাড়িখালি নামক স্থানের ওই ছোট কালভার্টটি দিয়ে কপোতাক্ষ নদে পড়ে। গত দুই/তিন দিনের একটানা বর্ষণে মাঠের পানি নিষ্কাশন একমাত্র ওই ছোট কালভার্টটি দিয়েই কপোতাক্ষ নদে পড়ছিল। বুধবার বিকাল পাঁচটার দিকে পানির প্রবল চাপে কালভার্টসহ সড়কটির প্রায় ৩০ ফুট সম্পূর্ণ ধ্বসে কপোতাক্ষ নদে বিলীন হয়ে গেছে। এমনকি সড়কের নদের পাশে থাকা অনেকগুলি গাছও ভেঙে স্রোতে নদে নিয়ে ফেলেছে। ফলে ওই সড়কে চলাচলকারী প্রায় অর্ধলক্ষাধিক জনসাধারণ চরম বিপত্তির মধ্যে পড়েছে।
তিনি বলেন, দ্রুত কালভার্টসহ সড়কটি মেরামত না করা হলে এলাকার মানুষের ভোগান্তির শেষ থাকবে না।