কলারোয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট শ্রমিককে বাঁচাতে গিয়ে মালিকেরও মৃত্যু
সাতক্ষীরার কলারোয়ায় বাড়ির ছাদে মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে দু’জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সিরাজুল ইসলাম (৬০) ও একই গ্রামের নাসির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৩০)।
স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেনের বাড়ির ছাদে পোল্ট্রি খামার করার জন্য ঘর তৈরির কাজ করছিলেন সিরাজুল ইসলাম। বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে ভেজা বাশ লেগে প্রথমে শ্রমিক সিরাজুল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মলিক দেলোয়ার হোসেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিদ্যুতের মেইন তারে স্পৃষ্ট হলে আহতাবস্থায় তাদের সাতক্ষীরা নেয়ার পথে মারা গেছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা মারুফ আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।