তালায় জমি লিখে নিয়ে হাত-পা বেঁধে বৃদ্ধাকে মারপিট
বৃদ্ধার সব জমি দলিল করে নিয়ে দঁড়ি দিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে দূর সম্পর্কের আত্মীয় শওকত আলীর বিরুদ্ধে। ঘটনাটি সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামের।
বৃদ্ধা গোলজান বিবি(৮৫) আটারই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত শওকত আলী আটারই গ্রামের মোহম্মাদ শেখের ছেলে।
বৃহস্পতিবার সকালে বৃদ্ধাকে হাত-পা বেঁধে নির্যাতন চালায় শওকত আলী। এতে তার হাতের একটি আঙ্গুল ভেঙ্গে যায়। আঘাতপ্রাপ্ত হয় শরীরের বিভিন্নস্থানে। পরে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে। বর্তমানে তিনি প্রতিবেশি খোকন মোড়লের বাড়ীতে আশ্রিত আছেন।
নির্যাতনের স্বীকার বৃদ্ধার প্রতিবেশি খোকন মোড়ল জানায়, গোলজান বিবির আপন বলতে কেউ নেই। একটা বোন ছিল সেও চার বছর আগে মারা গেছেন। বর্তমানে বৃদ্ধা ছোট্ট একটি মাটির ঘরে একা থাকেন। কখনো খাবার জোটে আবার কখনো জোটে না। বৃদ্ধার কিছু জমি রয়েছে। বৃদ্ধা এই মানুষটি তার জমির মধ্যে থেকে ৪ শতক জমি আটারই মোড়ল ও শেখ পাড়া জামে মসজিদের জন্য দান করেছেন। দীর্ঘদিন যাবৎ মসজিদ কর্তৃপক্ষ জমিটি মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করে আসছে।
খোকন মোড়ল আরও জানান, কিছুদিন আগে বৃদ্ধা গোলজান বিবি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার সুযোগে দূর সম্পর্কের আত্মীয় শওকত আলী শেখ বৃদ্ধাকে তার বাড়ীতে নিয়ে যায়। শওকত আলী সেখানে বৃদ্ধাকে অতিমাত্রায় ঘুমের ঔষধ খাওয়ায়। এক পর্যায়ে বৃদ্ধা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সেই সুযোগে শওকত আলী বৃদ্ধার ৫৯ শতক জমি নিজ নামে দলিল করে নিয়েছে। বৃদ্ধা যে জমিটি মসজিদে দান করেছিলেন সেটিও নিজ নামে দলিল করে নিয়েছে শওকত আলী। তাছাড়া বৃদ্ধার গচ্ছিত বয়স্ক ভাতার সব টাকও হাতিয়ে নিয়েছে শওকত। বর্তমানে বৃদ্ধা তার জমি ও টাকা ফেরৎ চাইলে তার উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে শওকত। হাত-পা বেঁধে মারপিট করেছে।
এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শওকত আলী বলেন, মারধরের ঘটনা সঠিক নয়। আর আমি জোর করে জমি লিখে নেয়নি। বৃদ্ধা নিজেই আমার নামে জমি লিখে দিয়েছেন। কোন টাকা পয়সাও আত্মীসাৎ করিনি।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, বৃদ্ধা মহিলার একটি ভিডিও ফুটেজ দেখেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।