তোমায় মিস করছি, মুখ খুললেন মিমি
মিমির এবং রাজ চক্রবর্তীর সম্পর্কের কথা সবারই জানা। কিন্তু সদ্যই বিয়ে হয়ে গিয়েছে তার প্রেমিক রাজ চক্রবর্তীর। সদ্যই মিমির মনে উঁকি দিলো কোন এক অজানা অনুভূতি।
সম্প্রতি মিমি তার ইনস্ট্রামে একটি ছবি দিয়ে পোস্ট করেছেন, তোমাকে মিস করছি। আর এ কথা নায়িকা আড়ালে নয় বরং প্রকাশ্যেই তা জানিয়ে দিয়েছেন।
তবে এ বক্তব্যে গেসিপের কোন গন্ধ নেই। মিমি মিস করছেন তার ‘জিম’কে। নিজের একটি ছবি দিয়ে স্পষ্ট করেই তা জানিয়েছেন টালির এ নায়িকা।
আর কয়েক দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’। সেখানে চিত্র সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাকে। অন্যদিকে অঙ্কুশের সঙ্গে বাবা যাদবের পরিচালনায় ‘ভিলেন’ ছবির কাজ শুরু হতে চলেছে। সব মিলিয়ে নায়িকার হাত ভর্তি কাজ। তাই হয়তো শরীরচর্চার সময় কমে গিয়েছে। সে কথাই সোশ্যাল মিডিয়ায় খোলসা করেছেন তিনি।