ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে দেশের বেকারত্ব দুর করেছেন জননেত্রী শেখ হাসিনা- এমপি রবি
শহর প্রতিনিধি :
‘মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার বেকারত্ব ঘুচাবে সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল সার্ভিস কর্মসুচী (৭ম পর্ব) ২য় ব্যাচের সংযুক্তি প্রদান ও ৩য় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার। ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে দেশের বেকারত্ব দুর করেছেন জননেত্রী শেখ হাসিনা। বেকার-যুবক যুবতীদের প্রশিক্ষণ শেষে এদের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তি ভিক্তিক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছেন।
এ কাজের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করে পরে যেকোনো কাজে নিজেকে নিয়োজিত করতে পারবে। ব্যাংক থেকে শিক্ষিত বেকার যুবক-যুবতীরা ঋণ নিয়ে স্বাবলম্বী হতে পারবে। সরকারের পক্ষে ১৫ কোটি মানুষকে চাকরি দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রশিক্ষণ এবং ঋণ দিয়ে স্বাবলম্বী করা সম্ভব। বর্তমান সরকার জনগণের সেবক হিসেবে কাজ করছে। সারের দাম কমানো হয়েছে। বিগত সরকার এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। আওয়ামীলীগ সরকার রেকর্ড পরিমান বিদ্যুৎ উৎপাদন করেছে। কৃষকদেরও সেচসুবিধা দিতে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছে। সে কারণে কৃষকেরা এরার সেচসংকটে পড়েননি। বাংলাদেশ আজ বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল। দেশের সকল সেক্টরে উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ সরকার আবারও ক্ষমতায় না আসলে দেশের সকল উন্নয়ন বন্ধ হবে এবং দেশ পিছিয়ে পড়বে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল প্রমুখ। সদর উপজেলার ৯ শ’ ২৩ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ন্যাশনাল সার্ভিস কর্মসুচী (৭ম পর্ব) ২য় ব্যাচের সংযুক্তি প্রদান ও নিয়োগ পত্র দেওয়া হয়েছে এবং ১ হাজার জনকে নতুন প্রশিক্ষণের জন্য ৩য় ব্যাচের উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস।