এটা কি ক্ষমা চাওয়া নাকি ভদ্রতা!
বিনোদন ডেস্ক:
বলিউড তারকা অনিল কাপুরের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনত্রেী দীপিকা পাড়ুকোন। হয়তোবা অনেকেই ভাবছেন সিনিয়র অভিনেতার সঙ্গে বেয়াদবি করার কারণেই নায়িকা মনে হয় ক্ষমা চেয়েছেন।
কিন্তু আসলে ব্যপারটা তা না। গত ৮মে আনন্দ আহুজার সঙ্গে সোনম কাপুরের বিয়ে হয়েছে। আর বলিউডের এ হাই-প্রোফাইল বিয়েতে ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রায় সব তারকাই উপস্থিত থাকলেও ছিলেন না দীপিকা। আর তাই মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রকাশ্যেই ক্ষমা চাইলেন নায়িকা।
দীপিকাকে কাছে পেয়ে তাই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনিল কাপুর বলেন, আমি তোমাকে মিস করেছি। উত্তরে নায়িকা বলেন, আমি জানি, আর এই জন্য আমি দুঃখিত। ওই সময় আমি কান উৎসবে ছিলাম।
দীপিকার ক্ষমা চাওয়ার এই বিষয়টি সোশ্যাল অডিয়েন্সের অনেকেই ভদ্রতার চোখেও দেখেছেন।
কোনো লড়াইয়ের জন্য নয়, বস্তুত সোনমের বিয়ের সময় কান উৎসবে ছিলেন দীপিকা পাড়ুকোন। তাই বলিউডের জাঁকজমকপূর্ণ বিয়েতে দেখা যায়নি এই বলিউড ডিভাকে।