দুঃস্থ ও এতিম শিশুদের সাথে সাতক্ষীরা পুলিশ সুপারের ইফতার
নিজস্ব প্রতিনিধি:
দুঃস্থ ও এতিম শিশুদের সাথে ইফতার করলেন সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। শুক্রবার সন্ধায় পুলিশ সুপারের বাংলোয় সাতক্ষীরা সরকারি শিশু সদনের দুঃস্থ ও এতিম শিশুদের জন্য রকমারি ইফতারির আয়োজন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার( সার্ভিস ইন ট্রেনিং) কাজী মইনউদ্দীন এসপি পত্মি আকিদা রহমান নিলা, ছেলে সাদিক বিন সাজ্জাদ, মেয়ে নাফিফা বিনতে সাজ্জাদ প্রমূখ। ইফতারি অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সরকারি শিশু সদনের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওঃ ইউনুস আলী।
Please follow and like us: