মিরসরাইয়ে ১২১ শিক্ষার্থীকে বৃত্তি দিলো শান্তিনীড়

ডেস্ক রিপোর্ট:

স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১১তম শিক্ষা উন্নয়ন বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম মিরসরাইয়ে অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবা অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরী। মো. আরিফ ও এম. মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিজিএমইএর সাবেক পরিচালক ও ক্লিফটন গ্রুফের সিইও লায়ন এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল কবির, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, মিরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আবছার দুলাল, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ।

এছাড়া জোরারগঞ্জ মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রাশেদা আক্তার মুন্নি, মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি তাহের আহম্মদ, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের সভাপতি লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, শিক্ষক হোসাইন সবুজ, দুর্বার প্রগতি সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি হাসান সাইফ উদ্দিন প্রমুখ।

এ সময় ১১তম শান্তিনীড় শিক্ষা উন্নয়ন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মিরসরাই, সীতাকুণ্ড ও ছাগলনাইয়া উপজেলার ১ম থেকে ১০ম শ্রেণির ১২১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্লাটিনাম, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ চার ক্যাটাগরিতে সনদ, ক্রেস্ট, মগ, ব্যাগ ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। এছাড়াও শান্তিনীড়ের ২০১৬ সালের শ্রেষ্ঠ সংগঠক আবু বকর ছিদ্দিক রিশাত, ২০১৭ সালের শ্রেষ্ঠ সংগঠক রায়হান চৌধুরী এবং নবাগত শান্তিনীড়ের পৃষ্ঠপোষকদের ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তিনীড় পৃষ্ঠপোষক ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, ৮নং দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ৯নং মীরসরাই সদর ইউপি চেয়ারম্যান এমরান হোসেন, ১৫নং ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, ১৬নং সাহেরখালী ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, দক্ষিণ আমবাড়ীয়া সমাজ কল্যাণ সংঘের প্রবীণ সমাজকর্মী আজিজুল হক, সমমনা সংঘের যুগ্ম-সম্পাদক নুরুদ্দীন, শান্তিনীড় পৃষ্ঠপোষক ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পৃষ্ঠপোষক মোহাম্মদ মোস্তফা চৌধুরী, পৃষ্ঠপোষক লায়ন মঈন উদ্দিন, পৃষ্ঠপোষক রাখাল চন্দ্র নাথ, পৃষ্ঠপোষক মো. আনোয়ার হোসেন, পৃষ্ঠপোষক ইলিয়াছ সিরাজী, সাংবাদিক বিপুল দাশ, পাক্ষিক খবরিকা সম্পাদক মাহবুব পলাশ।

সাংবাদিক ইকবাল হোসেন, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, কোষাধ্যক্ষ সবুজ সেন, শিক্ষা সম্পাদক মৃদুল চন্দ্র দাশ, তথ্য সম্পাদক মাঈন উদ্দিন, শান্তিনীড় সদস্য আবু বক্কর রিশাত, জামাল উদ্দিন শাহীন, রায়হান চৌধুরী, ইসমাঈল হোসেন খোকন, আলী জাবের, আনোয়ার হোসেন, আকতার হোসেন, ইয়াছিন শরীফ, বিপ্লব মোহাম্মদ ইদ্রিস, এমরান হোসেন, শাখাওয়াত হোসেন সেতু, নুর এ জাহেদ রাহেন, নুর শাহীদ, সাখাওয়াত হোসেন, আল মাহমুদ হৃদয়, ইমাম হোসেন, আজিম উদ্দিন, আজিজ আজহার, মনজুরুল কাদের মিরাজ, কামরুল ইসলাম, আবদুল মান্নান, সাইফুল ইসলাম, আবু সাঈদ প্রমুখ।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্ভর ২০১৭ মিরসরাই, সীতাকুণ্ড ও ছাগলনাইয়া উপজেলার ১ম থেকে ১০ শ্রেণির ১৮৮৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ১১তম শিক্ষ উন্নয়ন বৃত্তি ৩টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)