সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা
মাহফিজুল ইসলাম আককাজ :
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির আয়োজনে সমিতির দ্বিতীয় তলায় সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি বিমল কৃষ্ণ সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেন(২)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সহ-সভাপতি এড. গোলাম মোস্তফা (২), সাধারণ সম্পাদক এড. আ.ক.ম রেজওয়ান উল্লাহ সবুজ, যুগ্ম সম্পাদক এড. জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক এড. আব্দুর রাজ্জাক, মহিলা সম্পাদিকা ফেরদৌসি সুলতানা লতা, কার্যকরী সদস্য এড. রফিকুল ইসলাম রফিক, এড. শিমুল, এড. শাহীন প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য বসু ঘোষ, আব্দুর রাজ্জাক, সুনীল কুমার মন্ডল, আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্ঠানে ফুল ও ক্রেস্ট দিয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুনীল কুমার।