প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি :
প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ সংলগ্ন সংগঠনের কার্যালয়ে সাতক্ষীরা জেলা ও শহর সমাজসেবা অফিসের অনুমতিক্রমে দুই বছর মেয়াদী ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সমিতির সদস্যবৃন্দরা হলেন, চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, মহাসচিব শেখ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ চাঁদনী খাতুন, সাংগঠনিক সচিব শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সচিব শিল্পী আক্তার, নির্বাহী সদস্য নাজমা খাতুন, নুর জাহান খাতুন, জাহিদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সিডো এর নির্বাহী পরিচালক শ্যামল কুমার, কালিগঞ্জ থানা প্রতিনিধি মোঃ আব্দুল খালেক, আশাশুনি প্রতিনিধি মোঃ জামাত আলী, রেহেনা পারভীন, মরিয়ম খাতুন, রুপালী আক্তার, মোঃ সায়েদুল ইসলাম, মো: গোলাম রব্বানী, আলমগীর হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া ২৭ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
এছাড়াও মোঃ জাকির হোসেন এবং অরুণ কুমার সরদার সমিতি থেকে ঋণ নিয়ে দীর্ঘদিন অতিবাহিত হলেও পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংগঠনের সকল সদস্যদের পক্ষ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়।ইতিপূর্বে তাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।