সুন্দরবনে চোরাই কাঠ ও নিষিদ্ধ জাল জব্দ
শ্যামনগর প্রতিনিধি :
সুন্দরববন সাতক্ষীরা রেঞ্জে পৃথক পৃথক ঘটনায় চোরাই কাঠ ও নদীতে ব্যবহার নিষিদ্ধ জাল জব্দ করেছে আংটিহারা কোস্টগার্ড সদস্যরা। আজ বৃহস্পতিবার কাঠ ও জাল জব্দ করার সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা।
আংটিহারা কোস্টগার্ড পেটি অফিসার জিবেষ কান্তি ঢালী বলেন, গোপন সংবাদে জানতে পেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আংটিহারা টেকের মাথা থেকে ৩০ হাজার টাকা মূল্যের কর্তন নিষিদ্ধ ১৭ ঘনফুট সুন্দরী কাঠ জব্দ করা হয়। অপর এক অভিযানে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হেতালবুনিয়া নদী থেকে ৫লক্ষাধিক টাকা মূল্যের ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে বিনষ্ট করা হয়।
Please follow and like us: