শ্যামনগর থানায় দুঃসাহসিক মোটর সাইকেল চুরি
বিশেষ প্রতিনিধি:
শ্যামনগর থানার অভ্যান্তরে বৃহস্পতিবার সকালে এক দারগার ব্যবহৃত পালসার মোটর সাইকেল চুরির অভিযোগে শ্যামনগরে সকল অপকর্মের নায়ক চোরাই মোটর সাইকেল ও মাদক সিন্ডিকেটের হোতা রেজাউলের বাড়ীতে থানা পুলিশের ব্যাপক অভিযানে ৪টি চোরাই মটরসাইকেল ও ১টি সিএনজি উদ্ধার করা হয়েছে।
এ সময় রেজাউল তার দলবল নিয়ে কৌশলে বাড়ী ছেড়ে পালিয়ে যায়। শ্যামনগর থানা পুলিশের তথ্যে জানা যায়, উপজেলা সদরে বাদঘাটা গ্রামে মাজেদ মাজির ছেলে রেজাউল করীম দীর্ঘকাল চোরাই মটর সাইকেল, মাদক ব্যবসা, মরা গরুর মাংস হরিণের মাংস বলে বিক্রি, চোরাচালানি একাধিক চক্রের সাথে লিপ্ত আছে। রেজাউলের নামে দেশের বিভিন্ন থানায় ডজন খানেক মামলা আছে। বর্তমানে শ্যামনগর ও আশপোশের উপজেলা গুলিতে মাদক সিন্ডিকেট গড়ে তুলে বহাল তবীয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন একাধিক অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে শ্যামনগর থানার এসআই শংকর এর নেতৃত্বে এএসআই মাজাহার সহ একদল পুলিশ রেজাউলের বাদঘাটা বাড়ীতে হানা দেয়।
এ সময় দুটি অনটেষ্ট ডিসকভার, দুটি বাজাজ প্লাটিনা ও একটি সিএনজি উদ্ধার করে। অভিযানের সময় রেজাউল ও তার দলবল কৌশলে পালিয়ে যায়। তবে থানার এ এস আই মুনিরের চুরি হয়ে যাওয়া পালসার ১৫০ সিসি মোটর সাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে রেজাউলের বাড়ীতে দীর্ঘদিন পর পুলিশ হানা দেয়ায় শ্যামনগরে মাদকের কবলে পড়া সচেতন অবিভাবক মহল স্বস্তির নিশ্বাস ফেলেছে। এ রির্পোট লেখা পর্যন্ত শ্যামনগর থানায় কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি সৈয়দ আব্দুল মান্নান।