মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

ভ্রাম্যমাণ প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ থেকে বিদ্যালয় প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বিকেল ৪ টা পর্যন্ত বিরামহীনভাবে অভিভাবকরা ভোট প্রদান করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথী সেন জানান বিদ্যালয়ের মোট ২৬০ জন ভোটারের মধ্যে ২২৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। অভিভাবক সদস্য নির্বাচনে ৯ জন প্রার্থীর মধ্যে হাফেজ রফিকুল ইসলাম ১১৫ ভোট পেয়েছেন তার নিকটবর্তী প্রতিদ্বন্দী হাবিবুর রহমান পেয়েছেন ১১৪ ভোট, আজিজুর রহমান ও জলিল সরদার দুই জনই পেয়েছেন ১০৮ ভোট,আজিবার রহমান পেয়েছেন ১০৩ ভোট,রেজাউল ইসলাম পেয়েছেন ১০১ ভোট,সবুর মোল্লা পেয়েছেন ৯২ ভোট ও সিরাজুল ইসলাম পেয়েছেন ৯১ ভোট এছাড়া বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা সদস্য রেহানা খাতুন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাহবুবুর রহমান ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহবার হোসাইন।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)