কলারোয়ার কাজিরহাট হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ভিপি মোরশেদ
কলারোয়া প্রতিনিধি :
কলারোয়া উপজেলার কাজিরহাট কেএইচকে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও কেরালকাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সম মোরশেদ আলী (ভিপি)। বৃহষ্পতিবার সকালে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতি নির্বাচন করা হয়। উক্ত সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদ্য নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিতিদের কণ্ঠভোটে সাবেক সভাপতি ভিপি মোরশেদ আলীকে সভাপতি পদে সমর্থন দেয়া হয়েছে। তিনি টানা ৩য় বারের মতো এই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, সহকারী প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: