আশাশুনিতে লবণ সহিষ্ণুজাত বিনাধান-১০ এর মাঠদিবস
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে লবণ সহিষ্ণু জাত বিনা ধান-১০ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনির কৃষক জাহাঙ্গীর ইকবালের বাড়ির পাশের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
রাজস্ব খাতের অর্থায়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) এর বাস্তবায়নে আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আলহাজ্ব কৃষিবিদ নুরুল ইসলাম। বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আরাফাত তপুর সভাপতিত্বে ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপক কুমার মল্লিক ও কৃষক জাহাঙ্গীর ইকবাল। এরআগে অতিথিবর্গ কৃষক জাহাঙ্গীরের মাছের ঘেরে বিনাধান-১০ এর চাষ ক্ষেত পরিদর্শন ও লবণাক্ততার পরিমাণ পরিমাপ করেন। ক্ষেতের ফসলের ফলন দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।
Please follow and like us: