করোনায় স্পেনে একদিনে ৭১৮ ও ফ্রান্সে ৩৬৫ জনের মৃত্যু

নভেল করোনাভাইরাস ইতালির পরে ইউরোপের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ স্পেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭১৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৫ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত স্পেনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ২৭১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৮৬ জন।

স্পেনে এ পর্যন্ত ৭ হাজার ১৫ জন কোভিড-১৯ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এখনো চিকিৎসাধীন ৪৬ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে ৩ হাজার ১৬৬ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

এদিকে, ইউরোপে করোনাভাইরাসে ইতালি ও স্পেনের পর সবচেয়ে ভয়াবহ অবস্থা ফ্রান্সের। দেশটিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ৩৬৫ জন। যা একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যু।

ওয়ার্ল্ডোমিটারস তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত স্পেনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯২২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৫৫ জনে।

দেশটিতে এ পর্যন্ত ৪ হাজার ৯৪৮ জন কোভিড-১৯ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এখনো চিকিৎসাধীন ২২ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে ৩ হাজার ৩৭৫ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)