কলারোয়ায় স্কুল শিক্ষকের বেতন কর্তন

 কলারোয়া উপজেলার দেয়াড়া হাইস্কুলে বিনা আবেদনে ছুটিতে থাকার অপরাধে ৪ জন শিক্ষকের জুলাই মাসের ১ দিনের বেতন কর্তন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জেলা পরিষদ সদস্য গাজী মতিয়ার রহমান হঠাৎ স্কুলে পরিদর্শনে গেলে তিনি শিক্ষক হাজিরা খাতা দেখেন ১ জন কর্মচারীসহ ৫ জন শিক্ষকের নৈমিত্তিক ছুটি। তবে ছুটির আবেদন না পাওয়ায় স্কুলের পরিচালনা কমিটির সভাপতি তাৎক্ষণিক কমিটির সদস্যদের ডেকে এনে রেজুলেশনের মাধ্যমে দুই শিক্ষকের ১ দিনের বেতন কর্তন করার সিদ্ধান্ত দেন। এসকল শিক্ষকরা হলেন- সহকারী শিক্ষক নাজমুল হক, কম্পিউটার শিক্ষক গোলাম রসুল, ল্যাব-পিয়ন জহিরুল ইসলাম। স্কুলের প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ জানান, আমার কাছে ফোন করে ছুটি চাইলে করার কিছু থাকেনা। যেহেতু আমার অবসরের দিন ঘনিয়ে আসছে। আগামী অক্টোবর ২০১৯ এ আমি অবসরে যাচ্ছি সেকারণে বেশি কঠোর হতে পারিনা। বিশেষ করে স্কুলের কম্পিউটার শিক্ষক গোলাম রসুল সাহেব বিভিন্ন দাওয়াত, রান্না-বান্না ও দূর সম্পর্কের আত্মীয়ের মিলাদ শুনা মাত্রই তিনি ছুটি নেন। তবে চেষ্টা করেও এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের মতামত নেয়া সম্ভব হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ দেশের বাইরে থাকায় এ ব্যাপারে তাঁর মন্তব্য নেয়া যায়নি। শিক্ষকদের বেতন কর্তনের ঘটনায় কলারোয়ার শিক্ষকদের মধ্যে নানামুখি প্রতিক্রিয়ার খবর পাওয়া যাচ্ছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)