২৪ ঘণ্টার ধর্মঘটে খুলনার পাটকল শ্রমিকরা

খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা ৯ দফা দাবিতে উৎপাদন বন্ধ রেখে ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছেন।

মঙ্গলবার ভোর ৬টা থেকে খুলনাসহ দেশের ২৬টি রাষ্ট্রায়ত্ব পাটকলে এক সঙ্গে এ ধর্মঘট শুরু হয়।

ধর্মঘটে খুলনা-যশোর অঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, দৌলতপুর, খালিশপুর, আটরা শিল্প এলাকার ইস্টার্ন, আলিম এবং যশোরের নওয়াপড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং মিলের স্থায়ী-অস্থায়ী প্রায় ৩৫ হাজার শ্রমিক অংশ নেন।

বাংলাদেশ পাটকল শ্রমিকলীগের খুলনা-যশোর অঞ্চলের আহবায়ক মুরাদ হোসেন বলেন, মজুরি কমিশন, বকেয়া মজুরি, পাট ক্রয়ের অর্থ বরাদ্দ, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্রাচ্যুইটি ও বীমার টাকা প্রদান, শূন্যপদে জ্যেষ্ঠতার ভিত্তিতে স্ব স্ব পদে স্থায়ীকরণ, মিলগুলোর মেশিনারিজ বিএমআরই করাসহ ৯ দফা দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা।

এর আগে ৯ দফা দাবিতে ৭ দিনের কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ পাটকল শ্রমিকলীগ। কর্মসূচির মধ্যে ছিল- ৪ মার্চ রাজপথে বিক্ষোভ মিছিল, ৮ মার্চ সারাদেশের পাটকলে শ্রমিক সমাবেশ, ১০ মার্চ হরতাল পালনের সমর্থনে লাল পতাকা মিছিল, ১২ মার্চ ২৪ ঘণ্টা ধর্মঘট পালন।

এছাড়া ১৯ মার্চ আবারো ৪৮ ঘণ্টা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল এবং ২৪ মার্চ ঢাকায় বৈঠকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)