প্যারিসে ভবনে আগুন, নিহত ৭

ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের প্রাণহানী ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন, যাদের মধ্যে ৩ জন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন।

দেশটির অগ্নিনির্বাপক বাহিনী এক বিবৃতিতে এ ঘটনা নিশ্চিত করেছে। তারা জানান, ‘অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন বর্তমানে ৮ম তলা ভবনটির ৭ম ও ৮ম তলার দিকে ধাবিত হচ্ছে।’- খবর বিবিসি’র

প্যারিসের ‘সিক্সটিন্থ অ্যারনডিসেমেন্ট’ এলাকায় সৃষ্ট এ অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। সিক্সটিন্থ অ্যারনডিসেমেন্ট প্যারিসের খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। এলাকায় বেশ কিছু বিদেশি দূতাবাসসহ বিখ্যাত জাদুঘরও রয়েছে।

সোমবার রাতে ভবনটির নীচের দিকের দু’টি তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের হাত থেকে বাচঁতে ভবনটির বাসিন্দাদের অনেকেই ছাদে গিয়ে আশ্রয় নেয়।

প্রায় ২০০ জন অগ্নিনির্বাপক কর্মী ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)