সাতক্ষীরায় জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে নানা আয়োজন

 সাতক্ষীরায় কবি নজরুল ইনস্টিউট ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ও জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় কবি নজরুল ইসলামের অপ্রচালিত গানের সুর সংগ্রহ,স্বরলিপি প্রণয়ন,সংরক্ষণ ও প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধ করণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলায় নজরুল সম্মেলন ২০১৮ পালন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন নজরুল ইসলামের জীবন বৃত্তান্ত ও সাতক্ষীরায় তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির বিষয়ে তুলে ধরেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতি.সচিব)আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন নজরুল ইনস্টিটিউটের সচিব আব্দুর রহিম,উপ-পরিচালক রেজাউদ্দিন স্টালিন ও সাতক্ষীরা এডিসির রেভিনিউ আব্দুল হান্নান সহ স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকবৃন্দ। উল্লেখ যে বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে র‌্যালী, পরবর্তীতে আলোচনা সভা,কবিতা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজে আলোচনা সভা শেষে কবিতা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাপনি দিন শুক্রবার সকালে সাতক্ষীরা মহিলা কলেজে আলোচনা সভা,কবিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল সম্মেলণ ২০১৮ সমাপ্তি ঘোষনা করা হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)