সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন নির্বাচনে ২৪ পদে ৪৯টি মনোনয়নপত্র দাখিল

শহর প্রতিনিধি :
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৮-১৯ এর মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
রবিবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকাল ৪টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির হোসেন’র নিকট দু’টি প্যানেলে ২৪ টি পদের বিপরীতে মোট ৫০টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে ৪৯ টি মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা তথ্য অফিসার মোজম্মেল হক, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।পদাধিকারবলে এ প্রতিষ্ঠানের সভাপতি হবেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। এছাড়া সহ-সভাপতির ৩টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬জন, সাধারণ সম্পাদক’র ১টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২জন, যুগ্ম-সম্পাদক’র ১টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২জন, সহ-সম্পাদক’র ১টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২জন, কোষাধ্যক্ষ’র ১টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২জন, কার্যকরী সদস্য’র ১৭টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৫ জন। ইতিমধ্যে দুটি প্যানেলের প্রার্থীরা নির্বাচনে জয়লাভ করতে প্রচারণা শুরু করেছে।
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারক নং-০৫.৪৪.৮৭০০.০০৪.০১.০১০.১৮, তারিখ ০৯এপ্রিল প্রকাশিত নির্বাচনী তফসিল সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বাছাই ২৩এপ্রিল, প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ ২৪ এপ্রিল, প্রার্থীর প্রত্যাহারের তারিখ ২৫ এপ্রিল, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ২৬এপ্রিল এবং আগামী ০৫ মে (শনিবার) জেলা শিল্পকলা একাডেমীতে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)