সাতক্ষীরায় বাল্যবিবাহ,ইভটিজিং ও ধর্ষণ প্রতিরোধে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের প্রশ্ন-উত্তর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় বাল্যবিবাহ,যৌতুক,ইভটিজিং ও ধর্ষণ প্রতিরোধে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের প্রশ্ন-উত্তর
ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল)  সকাল ১১ টায় সাতক্ষীরা সদরে আঃ করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালিত হয় শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে। বাল্যবিবাহ,যৌতুক,ইভটিজিং ও ধর্ষণসহ সকল অন্যায়কে লাল কার্ড ও ভালো কাজকে সবুজ কার্ড প্রদর্শন করে ৩০০ শিক্ষার্থী শপথ নিয়েছে তারা কখনো মাদক, বাল্যবিবাহের সাথে নিজেকে জড়াবে না।

2018-04-26_190643
আঃ করিম বালিকা বিদ্যালয়ের  প্রধান শিক্ষিকা নাসরিন খান লিপির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে  লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,এএসপি সাতক্ষীরা সদর সার্কেল, মেরিনা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, একাত্তর টিভির সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক বরুণ ব্যানার্জী।

2018-04-26_190704
উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এ সময় আঃ করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের কাছে সরাসরি প্রশ্ন করেন ও তাদের সমস্যা তুলে ধরেন,পুলিশ সুপার তাদের প্রশ্নের জবাবে বলেন, এমন সামাজিক সমস্যাগুলো প্রতিরোধের সচেতনতা বেশি জরুরী। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং,যৌতুকের মত নানা ধরনের সমস্যার তাৎক্ষনিক ভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এমন কোন অপত্তিকর ঘটনা ঘটলে প্রশাসনের কাছে তাৎক্ষনিক জানানোর কথা বলেন। মেয়েদের ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে,ইভটিজিং এর শিকার হলে স্কুল শিক্ষক বা অভিভাবককে সাথে সাথে জানানোর কথা বলেন ও সবসময় সত্য কথা বলতে শপথ করান।
উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলে মার্চের ৮ তারিখ পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ভ্রাম্যমাণ মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষে কাজ করছেন। ২৮ তম জেলা হিসেবে আজ সাতক্ষীরা কার্যক্রম শেষ করে আগামী শনিবার খুলনা জেলাতে এই কার্যক্রম পরিচালনা করবেন।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)