শ্যামনগরে মুক্তিযুদ্ধের চেতনা ও পরিবেশ সুরক্ষার লক্ষে বাইসাইকেল র‌্যালি

শ্যামনগর প্রতিনিধি :
যান্ত্রিকতার করাল গ্রাসে বর্তমান সভ্যতা যখন হাঁফিয়ে উঠেছে ঠিক সেরকমই মূহুর্তে শ্যামনগরে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে বিশাল বাইসাইকেল র‌্যালির মাধ্যমে বিশ্বব্যাপী পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার এম.পি।
রবিবার সকালে শ্যামনগরের বীর মুক্তিযোদ্ধাদের, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বৃন্দদের, সাধারণ জনতা, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ ছাত্রছাত্রীদের শহস্রাধিক বাইসাইকেলের বিশাল বহর নিয়ে বের হন তিনি। উদ্দেশ্যে ছিলো বিশ্ব বাসিকে জানান দেওয়া যে সমাজের বা দেশের সকল এলিটদের জনগণের কাতারে নেমে এসে সবার আগে পরিবেশ সুরক্ষা বার্তা ছড়ানো উচিৎ। সেই সাথে শারীরিক সুস্থতার জন্য বিলাস বহুল শীততাপ নিয়ন্ত্রিত গাড়ীর চেয়ে যে বাইসাইকেলের উপকারিতা যে বেশি সেটাও সকলকে জানানো। এক সমীকরণে বলা হচ্ছে বিশ্বের সবচে উন্নত ইউরোপিয়ান দেশগুলোতে আগামী কয়েক দশকের মধ্যে যানবাহন হিসেবে বাইসাইকেলের ব্যবহার অন্য যানবাহনকে ছাপিয়ে যাবে। বাইসাইকেলের নানা উপকারিতার জন্যই এবং জীবাশ্ম জ্বালানির ক্রমাগত ভাবে শেষ হয়ে আসার সম্ভাবনার কারণে তাদের এই সুদূরপ্রসারী উদ্দোগ। বর্তমান পৃথিবীতে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। মূলত জীবাশ্ম জ্বালানি নির্ভর যানবাহনের প্রাধান্য এ দেশে সবচেয়ে বেশি। কিন্তু উন্নয়নশীল দেশ থেকে নিজেদের উন্নত দেশের রূপান্তর হতে সবচে বেশি যা দরকার তাহলো নবায়নযোগ্য শক্তি সম্পদের উৎস খোঁজা এবং তাতে নির্ভরতা বাড়ানো। তাহলেই আগামীর পৃথিবীতে আগামীর বাংলাদেশ হবে উন্নত, সবুজে সমৃদ্ধ। কারণ জীবাশ্ম জ্বালানি বা অনবায়নযোগ্য জ্বালানির ব্যবহার কমানো গেলে যেমন পৃথিবী তাপ বাড়ার হাত থেকে রক্ষা পাবে, সেইসাথে রক্ষা পাবে মরুকরণের হাত থেকে। সবুজে ভরে উঠবে সমগ্র পৃথিবী। এজন্য পৃথিবী প্রতিটি প্রান্ত থেকে সবাইকেই এগিয়ে আসতে হবে। বিশেষত সমাজের এলিটদের। এ দিক থেকে আমার বক্তব্যে এগিয়েই থাকলেন বাংলাদেশের দক্ষিণ ভাগের সর্বশেষ ভূ খন্ড সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের (শ্যামনগর উপজেলা- কালিগঞ্জ উপজেলা আংশিক) সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি। রবিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের নেতৃত্বে এই বিশাল সাইকেল র‍্যালি বের হয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযোদ্ধার চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে, নিজ দেশ তথা পৃথিবী বাসিকে পরিবেশ সচেতনতা বাড়াতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কে মানুষের সামনে তুলে ধরতে হাজারো ছাত্র-জনতাকে সাথে নিয়ে সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এই পরবেশ বান্ধব র‍্যালির আয়োজন করে। এমপি জগলুল হায়দারের নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশাল সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। আজকের  র‌্যালির স্লোগান ছিল, ” “আসুন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলি” একান্ত আলাপ চারিতায় সাংসদ জগলুল হায়দার বাইসাইকেল  র‌্যালি  তথা নিজের পরিবেশ সচেতনতা বোধ থেকে বললেন, এই  র‌্যালির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে, যেমন শেখ হাসিনার উন্নয়নকে সামনে আনা সম্ভব হচ্ছে, তেমনি পরিবেশ সচেতনতা বাড়ছে। তাছাড়া নিয়মিত সাইকেল চালালে যেমন পরিবেশের সর্বোচ্চ সুরক্ষা হয় তেমনি এটি শরীরের মেদ কমায়, ক্ষুধা বাড়ায়, শক্তি যোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে। সাইক্লিং শ্বাস কষ্টের রোগীদের জন্যেও খুবই উপকারী।
এ  র‌্যালির কিছু দিন আগে তিনি শেখ হাসিনার উন্নয়নের প্রচার করতে এবং একই সাথে পরিবেশ সচেতনতার জন্য বিলাসবহুল শীততাপ নিয়ন্ত্রিত গাড়ির পরিবর্তে প্রথম বারের মতো বাইসাইকেলে চড়ে গ্রামে গ্রামে যান উল্লেখ করে, সবাইকে সাথে নিয়ে এরকম আরো একাধিক আয়োজনের মাধ্যমে সরকারের সফলতা ও পরিবেশ সচেতনতা বাড়াতে চান তিনি।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)