বড়দলের রাশিদা প্রতিপক্ষের হুমকি ও মিথ্যা মামলায় নাজেহাল

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের দঃ বড়দল গ্রামে কেরামত আলী মোল্যার স্ত্রী রাশিদা খাতুন প্রতিপক্ষের মিথ্যা মামলা ও হুমকি ধামকীতে চরম বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরী করলেও প্রতিপক্ষ থামেনি। ফলে তারা রাতে ঘরবাড়িতে থাকতে সাহস পাচ্ছেনা।
রাশিদার স্বামী কেরামত তার পিতা হাজী আবুল হোসেনের নিকট থেকে ২৪/০৬/০৩ তাং দঃ বড়দল মৌজায় খং ৩২৩৭ ও ডিপি ৫৭৪ এর ৭৭০ ও ৭৭১ দাগে ১৯ শতক জমি কোবালা দলিল মুলে ক্রয় করেন। সেখানে তার পিতা ঘরবাড়ি বেধে বসবাস করা অবস্থায় ছেলের কাছে জমি হস্তান্তর করেন। সেই থেকে তারা পিতার ঘরের পাশে আরও একটি ঘর বেধে দু’টি ঘরে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল ও বসবাস করে আসছেন। পিতার মৃত্যুর পর কেরামতের ভাই হাফিজুল সেই ঘরে উঠে জমিতে তার অধিকার আছে দাবী করে জবর দখলের চেষ্টা করতে থাকলে বাধা দেওয়ায় ২৬/৮/১৭ তাং প্রতিপক্ষ তাদেরকে বেদম মারপিট করেন। এতে কেরামত ও তার স্ত্রী আহত হন। গুরুতর আহত কেরমাতকে আশাশুনি হাসপাতালে ভর্তি হয়। এব্যাপারে বিজ্ঞ আমলী আদালত-৮, সাতক্ষীরায় সিআরপি ১৩৫/১৭ নং মামলা রুজু করা হয়। যা বিচারাধীন আছে। এনিয়ে দীর্ঘদিন যাবত ক্ষয়ক্ষতি ও হুমকি দিয়ে আসছেন। এমনকি ২০১২ সালেও তারা কেরামত দিংকে হুমকি ধামকী দিলে তারা থানায় ৯/৪/১২ তাং ৩৫৯ নং জিডি করেছিলেন। সম্প্রতি মফিজুল কেরামত দিংকে আসামী করে মামলা দায়ের করলে কেরামত আটক হন। এরপর তারা (মফিজুল) আরও ক্ষিপ্ত হয়ে রাশিদাদেরকে একলা পেয়ে নানান ভয়ভীতি দেখাচ্ছে এবং পুলিশ দিয়ে আটকে মজা দেখিয়ে দেবে বলে হুমকি দিয়ে যাচ্ছে। আরও মিথ্যা মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করা, এমনকি জীবন নাশের হুমকি দিয়ে চলেছে। ভয়ে ও মান সম্মানের কথা বিবেচনা করে তারা বাড়িতে বসবাস করতে পারছেনা। এব্যাপারে গত ২৫/১/১৮ তাং রাশিদা খাতুন বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরী ১০১২ রুজু করেছেন। জন প্রতিনিধি, প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)