বাংলাদেশের আন্দোলনে কলকাতার সংহতি

নিরাপদ সড়কের দাবিতে উত্তাল ছিল এপার বাংলার রাজপথ৷ সেই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ-ছাত্রলীগের যৌথ হামলা৷ এবার আগুন ছড়ালো ওপার বাংলাতেও৷ একই স্লোগানে, একই ভাষায় কাঁপলো কলকাতার রাজপথও৷

কাঁটাতার মানুষকে আলাদা করতে পারে, প্রাণকে নয়৷ আবারও তা প্রমাণ করলো দুই বাংলা৷ মুখের ভাষা যেমন একই, প্রাণের ভাষাও যে এক, তা বুঝিয়ে সড়কে নামলো কলকাতার শিক্ষার্থীরাও৷

প্ল্যাকার্ড, ফেস্টুন দেখে, বা স্লোগান শুনেও বোঝার উপায় নেই কোন শহর এটা৷ ঢাকা, নাকি কলকাতা? ঢাকার ছাত্রদের উদ্ভাবনী নানা স্লোগান নিয়েই রাজপথে নামলো বাংলার যুবকেরা৷ সবচেয়ে জনপ্রিয় – যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ৷

শুধু ব্যানার-ফেস্টুন নয়, বাংলাদেশের পতাকাও হাতে ছিল কলকাতার ছাত্রদের৷ সাথে ছিলো ঢাকার ছাত্রদের আরেক দীপ্ত স্লোগান- হয়নি বলে আর হবে না, আমরা বলি বাদ দে, লক্ষ তরুণ চেঁচিয়ে বলে পাপ সরাবো হাত দে৷

কলকাতার পার্ক সার্কাস সাত-রাস্তার মোড় থেকে বেগ-বাগানের ৯ নম্বর বঙ্গবন্ধু সরণির প্রায় এক কিলোমিটার রাস্তা কয়েক ঘণ্টার জন্য কার্যত হয়ে উঠেছিল এক খণ্ড উত্তাল বাংলাদেশ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, মেডিকেল কলেজ, গণি খান ইঞ্জিনিয়ারিং, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ছাড়াও কলকাতার বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকশো ছাত্রছাত্রী এই এলাকায় বিক্ষোভ দেখান৷

কলকাতার ছাত্র সমাজ নামে সংগঠিত হয়ে পার্ক-সার্কাস সেভেন পয়েন্টে জমায়েত হন হাজারখানেক শিক্ষার্থী৷ ‘চলুক লাঠি টিয়ার গ্যাস – পাশে আছি বাংলাদেশ’ ব্যানার নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের দিকে এগিয়ে যেতে থাকে মিছিলটি৷ তবে মিছিলটিকে মাঝপথেই আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ৷ এ সময়ই মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে উপ-দূতাবাসের দিকে এগুতে চেষ্টা করেন, হয় ধস্তাধস্তি৷

রাস্তার ওপর সরকারের অন্যায় নির্দেশে ক্ষুদে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ পুলিশের কুশপুত্তলিকা পোড়ানো হয়৷ আন্দোলনকারীরা নৌ-মন্ত্রী শাজাহান খানের পদত্যাগেরও দাবি জানান৷

ভারতের প্রাচীনতম বামপন্থি ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন (ডিএসও) একইভাবে এদিন বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে৷ শিক্ষার্থীদের ন্যায় আন্দোলনে পুলিশ লেলিয়ে দেয়ার তীব্র নিন্দা জানান তাঁরা৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)