আশাশুনিতে সৃজনশীল মেধা অন্বেষণ অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে স্কুল ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে সৃজনশীল মেধা অন্বেষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে “ক” গ্রুপে আশাশুনি মডেল মাধ্যঃ স্কুলের সারমিন সুলতানা ১ম, শ্রীউলা হাই স্কুলের ফরহাদ হোসেন তূর্য্য ২য় ও দরগাহপুর কলেঃ স্কুলের শুভম ৩য় স্থান, “খ” গ্রুপে শরাফপুর স্কুলের রিমা দাশ ১ম, আশাশুনি মডেলের আফরা রায়হানা রাখি ২য় ও দরগাহপুর স্কুলের সুষময় ঘোষ ৩য় স্থান অধিকার করেছে। ভাষা ও সাহিত্য বিষয়ে “ক” গ্রুপে নীতিকা স্বর্ণকার (বদরতলা স্কুল) ১ম, অয়ন ব্যানার্জী (বুধহাটা কলেঃ স্কুল) ২য় ও অর্ণব সরদার (কুন্দুড়িয়া হাই স্কুল) ৩য় স্থান এবং “খ” গ্রুপে সাবিনা ইয়াসমিন (বুধহাটা স্কুল) ১ম, অভিজিৎ রায় (দরগাহপুর স্কুল) ২য় ও মোহন দাশ (কুন্দুড়িয়া স্কুল) ৩য় স্থান অধিকার করেছে। দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে “ক” গ্রুপে অনিত আঢ্য (বুধহাটা স্কুল) ১ম, ময়মুনা শামছ (আশাশুনি স্কুল) ২য় ও ইরিনা ইয়াসমিন (চাপড়া স্কুল) ৩য় এবং “খ” গ্রুপে গোলাম আজম (আশাশুনি স্কুল) ১ম, শাহেদ আলম (বুধহাটা স্কুল) ২য় ও রাবেয়া সুলতানা (আশাশুনি বালিকা বিদ্যালয়) ৩য় স্থান অধিকার করেছে। গণিত ও কম্পিউটার বিষয়ে “ক” গ্রুপে শম্পা মন্ডল (সরাফপুর স্কুল) ১ম, গালিব ইকবাল (আশাশুনি স্কুল) ২য় ও জুবায়ের আলম (বদরতলা স্কুল) ৩য় এবং “খ” গ্রুপে শ্রাবনী পাল তুলি (আশাশুনি স্কুল) ১ম, তপু মন্ডল (বদরতলা স্কুল) ২য় ও জি এম মাহমুদুল হুসাইন (বদরতলা স্কুল) ৩য় স্থান অধিকার করেছে। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস ও অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা উপস্থিত ছিলেন। বিচারকের দায়িত্ব পালন দেবহাটা থানার ৫ জন শিক্ষক।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)