আশাশুনি প্রতিনিধি : আশাশুনি বিশ্ব মা দিবস উপলক্ষে আশাশুনিতে মহিলা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফতেমা জোহরা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাব উপদেষ্টা একেএম এমদাদুল হক, সভাপতি জি এম মুজিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, পাথেয় পরিচালক পারভিন সুলতানা লিপি।
জি এম মুজিবুর রহমান/পলাশ