সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে বিজিবি সদস্যদের (বর্ডার গার্ড অব বাংলাদেশ সদস্যদের) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়ন সদর দপ্তরে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন –দেবহাটার বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও ইকবাল হোসেন
বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপ-অধিনায়ক মেজর ফজলে হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক এম.কামরুজ্জামান প্রমুখ।
আরো পড়ুন –নিরামিষ বিরিয়ানি রাঁধবেন যেভাবে
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার এ সময়, সীমান্তে মাদক, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবির সাথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
আরো পড়ুন –আন্তর্জাতিক বাজার ধরছে বঙ্গবন্ধু স্যাটেলাইট