কলারোয়ায় মাস ব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ কর্মসূচির সমাপনি
কলারোয়ায় মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ কর্মসূচির সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ওই সমাপনি অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি স ম মোরশেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামের পরিচালনায় জেলা ক্রীড়া অফিসের অবসরপ্রাপ্ত স্টাফ রবিউল ইসলাম, অভিভাবক আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, শিক্ষক মোস্তাফিজুর রহমান, শিক্ষক আব্দুর রউফসহ প্রশিক্ষণ নেয়া ক্রিকেটারসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপজেলার ৪টি হাইস্কুল ও মাদরাসার ৪০জন শিক্ষার্থী ওই প্রশিক্ষণে অংশ নেয়।
Please follow and like us: