দেবহাটার নওয়াপাড়ায় মৎস্য চাষ প্রযুক্তি সেবার মাঠ দিবস
দেবহাটার নওয়াপাড়ায় মৎস্য চাষ প্রযুক্তি সেবার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নওয়াপাড়া ইউনিয়নের আরডি শেখ ইদ্রিস আলীর পুকুর পাড়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের খুলনা বিভাগের উপ-পরিচালক লোকস সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শেখ আব্দুল হামিদ, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের ক্ষেত্র সহকারী রনজিত কুমার, কম্পিউটার অপারেটর আবু বকর, লিফ কর্মী আবু হাসান, আল মামুন, শিমুল হোসেন, তামান্না সুলতানা, গোলাম রহমান প্রমুখ।