দেবহাটায় বারী-১৪ সরিষার ও পার্চিং উৎসবে মাঠ দিবস
দেবহাটা সদর ইউনিয়নের আজিজপুর গ্রামে বারী সরিষা-১৪ এর প্রদর্শনীয় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় আজিজপুর অশোক দাসের ক্ষেতে ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনীয় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা খামার বাড়ির উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক প্রশিক্ষক কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জসিমউদ্দীন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ইউপি সদস্য আজগর আলী, মাহবুবর রহমান বাবলু, সাবিনা পারভীন, উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষণ অফিসার শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আলী, মনিরুল ইসলাম, আবজাল হোসেন, ইব্রাহিম খলিল, আহম্মদ সাঈদ কাজল, জাহিদ হাসান, আলাউর রহমান প্রমুখ। এসময় স্থানীয় কৃষকদের মাঝে দেশীয় জাতের এবং বারী-১৪ জাতের সরিষার পার্থক্য তুলে ধরে বক্তরা বলেন, দেশীয় সরিষার তুলনায় বারি-১৪ দ্বিগুন ফলন দেয়। যা ৭৫/৮০ দিনের মধ্যে বিঘা প্রতি ১০/১২ হাজার টাকা আয় করা সম্ভব। কম খরচে বেশি উৎপাদন হওয়ায় কৃষকদের উদ্বুদ্ধু করা হয়। এর আগে বোরো ধানের ব্লকে গাছের ডাল পুতে পার্চিং উৎসবে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দরা।