আনুলিয়ায় জাহাঙ্গীর হত্যার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
আশাশুনি উপজেলার আনুলিয়ায় মটর সাইকেল চালককে হত্যা করে লাশ গুম, মটর সাইকেল ছিনতাইয়ের সাথে জড়িত আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজাপুর-একসরা বউ বাজারে মেইন সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আনুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের আয়োজনে ৫ সহস্রারাধিক নারী-পুরুষ ও শিশুদের অংশ গ্রহণে দীর্ঘ মানববন্ধনে হত্যাকান্ডের সাথে জড়িত রবিউল, আল আমিন, আঃ আজিজ ও শরিফুলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানিয়ে শ্লোগান, ফেন্টুন ও প্লাকাড প্রদর্শন করা হয়। হত্যাকান্ডের শিকার জাহাঙ্গীর হোসেনের মা আমেনা বেগম, পিতা খোকন গাজী ও ভাই আলমগীর হোসেন কান্নার রোলের মধ্যদিয়ে আক্ষেপ ও আকুতি ব্যক্ত করে হত্যাকারীদের ফাঁসির দাবী জানান। মনববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন প্রধান অতিথির ভাষণে বলেন, শান্তির জনপদ আনুলিয়া রক্তাস্নাত হয়েছে। নিরিহ জাহাঙ্গীরকে হত্যা করে ইউনিয়নের ৫০ হাজার মানুষের হৃদয়ে আঘাত হেনেছে। তারা হত্যাকারীদের ফাঁসির মাধ্যমে আনুলিয়াকে কলঙ্কযুক্ত দেখতে চায়। ফাঁসি না হলে কিংবা হত্যাকারীরা জামিন নিয়ে এলাকায় এলে এই জনতা তাদের জামিন দিতে পারবে না। আমরা জাহাঙ্গীরকে জীবিত অবস্থায় উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করেছিলাম। কিন্তু চাঞ্চল্যকর হত্যাযজ্ঞের মাধ্যমে সেটি হতে দিলনা। আমরা আনুলিয়ায় কোন অন্যায় হতে দেবনা, এখানে সন্ত্রাসী, অপরাধী ও হত্যাকারীদের বসবাসের কোন সুযোগ নেই। তিনি প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেন। উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আবু মুছা রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আলাউদ্দিন, ইউনুছ ঢালী, হাসান ঢালী, জিয়া, মোস্ত, মিজান, সোহরাব মালী প্রমুখ আলোচনা রাখেন।