শ্যামনগরে সরস্বতী প্রতিমা ভাংচুর, আটক-১
শ্যামনগরে সরস্বতী প্রতিমা ভাংচুরের ঘটনায় শ্যামনগর থানা পুলিশ আব্দুল মজিদ চকিদারকে (৫০) আটক করেছে। সে উপজেলার ধূমঘাট গ্রামের এমান আলী চকিদারের ছেলে। এঘটনায় কমল রায় বাদী হয়ে ৩ জনকে আসামী করে শ্যামনগর থানায় মামলা করেছে, যার নং-১৪, তারিখ ১০ ফেব্রুয়ারি।
এলাকা সূত্রে জানাগেছে, গত শনিবার বিকালে পূজা কমিটির লোকজন ভ্যান যোগে প্রতিমা নিয়ে যাওয়ার সময় আসামী পক্ষের ছেলেরা পটকা বাজি ফুটানোর সময় অসাবধান বশত: বাজি ভ্যানের তলে চলে যায়।
এ নিয়ে উভয় পক্ষে কথাকাটাকাটির এক পর্যায়ে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে। সেই আক্রোশে আজ রবিবার সকাল ১০টায় আব্দুল মজিদের নেতৃত্বে কতিপয় যুবক মটর সাইকেল যোগে পূজা কমিটির লোকজনের সাথে ধাক্কাধাক্কির এক পর্যায়ে প্রতিমা মাটিতে পড়ে ডান পা ও বাম হাত ভেঙে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থল পরিদর্শন সহ এক জনকে আটক করে। অন্য আসামীরা হল একই গ্রামের শহিদুল সরদারের ছেলে জাহাঙ্গীর ও রফিকুল ইসলামের ছেলে রাকিব(২৭)।
এছাড়া আরো ৩ থেকে ৪ জন অজ্ঞাত নামা আসামী করা হয়েছে। এঘটনায় শ্যামনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।