আলোচিত যারা মনোনয়ন পেলেন না
সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের ৪৩ আসনের মধ্যে ৪১ জনের নাম ঘোষণা করা হয়েছে। খালি দুই আসনে কারা হচ্ছেন সংরক্ষিত নারী সাংসদ?
আওয়ামী লীগের ৪১ জনের তালিকা চূড়ান্ত হওয়ার পর দেখা যাচ্ছে, যাদের মনোনয়ন পাওয়ার প্রবল সম্ভাবনা ছিল তাদের অনেকেই মনোনয়ন পাননি। দশম জাতীয় সংসদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা তারানা হালিম নেই চূড়ান্ত তালিকায়। সাম্প্রতিক সময়ে রাজনীতিতে ব্যাপক আলোচনায় উঠে আসা শমী কায়সার কিংবা রোকেয়া প্রাচী মনোনয়ন পাননি। এছাড়াও মনোনয়ন পাননি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপি।
বাকি দুই আসনে আলোচিতদের মধ্য থেকেই কি কাউকে মনোনয়ন দেয়া হবে নাকি মন্ত্রিসভার মতো এখানেও চমক হয়ে উঠে আরও নতুন সেটাই দেখার বিষয়।
Please follow and like us: