তালায় শিশু অধিকার আইনের প্রশিক্ষন সম্পন্ন
মুক্তি ফাউন্ডেশন ও বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) এর যৌথ উদ্যোগে প্রশিক্ষন কর্মশালার সমাপনী দিনে সভাপতিত্বে করেন, মুক্তি ফাউন্ডেশন’র পরিচালক গোবিন্দ ঘোষ।
২দিনের প্রশিক্ষন কর্মশালায় জাতীসংঘ শিশু অধিকার সনদ, জাতীয় শিশু নীতি- ২০১১, শিশু আইন- ২০১৩, নারী ও শিশু নির্যাতন দমন আইন- ২০০৩, বাল্য বিবাহ আইন- ২০১৭, শিশু শ্রম নিরসন আইন এবং বাংলাদেশের শিশুদের অনুকুল ও প্রতিকুল অবস্থার ধরন এবং শিশুদের জীবন-মান উন্নয়নে করনীয় সহ সংশ্লিষ্ট আইনের উপর আলোচনা হয়।
কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন, ভয়েস অব সাউথ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম এবং বিএসএএফ’র সহকারী প্রোগ্রাম অফিসার সাজ্জাদ আহমেদ।
প্রশিক্ষনে- উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান ও মুক্তি ফাউন্ডেশন এর কর্মকর্তা সুনন্দা ভদ্র সহ স্থানীয় সাংবাদিক, এনজিও কর্মী এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।